রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৮Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ফেলুদা, শঙ্কুর পরে যে চরিত্রটিকে নিয়ে আস্ত একটি সিরিজ লিখেছিলেন সত্যজিৎ রায়, তা হল তারিণীখুড়ো। রহস্য, রোমাঞ্চ, ভূত, ডাকাত, ম্যাজিক, বাঘ- কী নেই তারিণী বাঁড়ুজ্যের সব গল্পে। এবং সেই গল্পগুলো এতটাই জমাটি যে একটি পড়া শুরু করলে থামতে পারেন না পাঠক। বেনিয়াটোলা লেন থেকে বালিগঞ্জে মাঝেমধ্যেই আসতেন খুড়ো ভুলু, ন্যাপলা, চটপটিদের নিজের জীবনে গল্প শোনাতে। ‘গল্পবলিয়ে তারিণীখুড়ো’ তার মধ্যে একটি। ১৯৮৮ সালে এই ছোটগল্পটি লেখেন সত্যজিৎ। তাকেই অনন্ত নারায়ণ মহাদেবন এবার চলচ্চিত্রের রূপ দিলেন। নাম দিলেন, ‘দ্য স্টোরিটেলার’। ওটিটিতে সম্প্রচার হওয়ার পর থেকেই প্রশংসা ভেসে এসেছে এই সিরিজের উদ্দেশ্যে। তারিণীর চরিত্রে পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় বলি-অভিনেতা পরেশ রাওয়াল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে জনপ্রিয় বাঙালি অভিনেতা রোহিত মুখোপাধ্যায়কে। কী করে এই সিরিজে সুযোগ পেলেন তিনি? পরেশ রাওয়ালের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা-ই বা কেমন ছিল তাঁর? এসব জবাবের পাশাপাশি শুটিংয়ের নানান গল্প আজকাল ডট ইন-কে শোনালেন রোহিত মুখোপাধ্যায়।
রোহিত জানান, মুম্বই থেকে ফোন এসেছিল তাঁর কাছে। তবে তিনি যে ‘দ্য স্টোরিটেলার’-এ ‘বঙ্কিম দাশগুপ্ত’র চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন না, তা জানাতে বিন্দুমাত্র দ্বিধা ফুটে উঠল না তাঁর গলায়। “এখানকার একজন জনপ্রিয় অভিনেতাকে আমার অভিনীত এই চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি প্রধানত বড়পর্দাতেই অভিনয় করেন। কিন্তু তখন ধারাবাহিকে অভিনয় করছিলেন বলে ডেট পাওয়া যায়নি তাঁর। এরপর প্রস্তাব আসে আমার কাছে। তবে একটি ডেট ম্যাচ করছিল না, কারণ অন্য একটি প্রজেক্টে ডাবিং-এর জন্য আগে থেকে কথা দেওয়া হয়েছিল। সেকথা জানাতেই ওঁরা আরও চমৎকৃত হয়। কারণ, ডাবিং-এর জন্য একটি হিন্দি ওয়েব সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলাম দেখে আমার পেশাদারিত্ব ওঁদের ভাল লাগে। তারপর ওঁরাই অন্য দিন শুটিংয়ের জন্য ঠিক করেন।”
“মুম্বইতে যে খুব বেশি কাজ করেছি, এমন নয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে ওঁরা যদি মনে করেন অমুক চরিত্রের জন্য তমুক ব্যক্তিটিকেই লাগবে তাহলে ওঁকেই ওঁরা নেবেন। এরপর লুক সেট করল আমার। গোঁফ লাগিয়েছিল, তারপর জানানো হল পরিচালক চাইছেন না এই লুক। তাই গোঁফ বাদ পড়ল, চশমা বদলাল কারণ গল্পের প্রেক্ষাপট আটের দশকের কলকাতা। এরপর আমার শুটিংয়ের আগের দিন ফোনে প্রোডাকশনের তরফে অনুরোধ এল, যদি একবার সেটে আমি আস্তে পারি। তো, গেলাম। রাইটার্স বিল্ডিংয়ের সামনে শুট চলছিল। দেখলাম, পরিচালক অনন্ত মহাদেবন বসে রয়েছেন চেয়ারে। আমাকে দেখেই শশব্যস্ত হয়ে উঠে নিজের চেয়ার ছেড়ে দিলেন। আমি তো অপ্রস্তুত। উনিও বসবেন না। ইউনিটের লোকজন তো আরও একটি চেয়ার দিলেন আমার জন্য। তারপর একসঙ্গে বসলাম। পরেশজির সঙ্গে আলাপ হল সেই প্রথম। প্রথম আলাপেই হাত ধরে লাঞ্চ করার অনুরোধ জানিয়েছিলেন পরেশজি। এত যত্ন, আতিথেয়তা...সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আসলে বোম্বের লোকেরা কী করে, প্রথম আলাপেই আপন করে নেন। যার ফলে কাজ করাটা খুব সহজ হয়ে যায়। এখানেও কয়েকটা হাউজ কিন্তু এই বিষয়টি করেন। এরপর একটা ব্যাপার হল...”
সামান্য থেমে ফের বলা শুরু করলেন রোহিত, “দুপুরে খাওয়াদাওয়ার পর আমাকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন অনন্ত মহাদেবন। আমাকে উনি বললেন, ‘বহু বছর ধরেই তো অভিনয় করেছেন। আমার জন্য একটি কাজ করতে পারবেন?’ জবাব দিয়েছিলাম, ‘হ্যাঁ’। আমাকে উনি বলেছিলেন, ‘আমার ছবির শুটিংয়ে একদম সাদা কাগজ হয়ে আসতে পারবেন? যা যা এতদিন করেছেন সব ভুলে হাজির হতে পারবেন?’ আশ্বাস দিয়েছিলাম। পরে বুঝেছিলাম কেন উনি আমাকে এই অনুরোধ করেছিলেন। আসলে, আমরা যাঁরা ধারাবাহিকে অভিনয়ে করি আমাদের মধ্যে একটু অতি নাটকীয়তার প্রবণতা থাকে। এবং থাকে ন্যায্য কারণেই। অনন্তজি সেটা জানতেন, তাই খানিক ভয় পেয়েছিলেন। তাই বলেছিলেন। আমিও প্রাণপণে ওঁর নির্দেশ মেনে যাওয়ার চেষ্টা করেছিলাম। শুটিংয়ের তৃতীয় দিনে আমার কাজের প্রশংসা করে আলাদা ডেকে বলেছিলেন, ' আমি কিন্তু বলিউডি ছবি তৈরি করি না দাদা, স্রেফ ছবি তৈরি করি।”
‘বঙ্কিম দাশগুপ্ত’ নিয়ে নিজস্ব ছন্দে রোহিত বললেন, “এই নামের কোনও চরিত্র সত্যজিৎ লিখে যাননি। ওটি পরিচালক অনন্ত মহাদেবনের সৃষ্টি। গল্পবলিয়ে তারিণীখুড়ো থেকে এই ছবির নির্যাসটুকু নেওয়া হয়েছে এই যা। অন্যান্য তারিণীখুড়োর দু'একটি গল্পের কিছু টুকরো টাকরা অংশ এই ছবির চিত্রনাট্যে রাখা হয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হল, তারিণীখুড়োর পরিবার বা ব্যাকগ্রউন্ড সেটা কিন্তু তৈরি করা হয়েছে। ছবিতে দেখানো হয়েছে তাঁর স্ত্রী মারা গিয়েছে। ছেলে আমেরিকায় থাকে। তারিণী একাকিত্বে ভোগে। বঙ্কিম ওঁর চেয়ে খানিক ছোট বয়সে কিন্তু দারুণ বন্ধু। এমন কাছের বন্ধু যাঁকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। বহু বছরের বন্ধু তাঁরা... বলা ভাল, সমস্ত সুখ দুঃখের সঙ্গী, আত্মীয়ের থেকে বড়।”
আর পরেশ রাওয়াল? “একটা কথা বলি। প্রায় ২৫ বছর আগে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি টেলিফ্লিমে পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলাম। সাত দিন শুটিং করেছিলাম। পরানদার কাজ দেখে মনে হয়েছিল ম্যাজিক দেখছি। এত বছর পর পরেশজিকে দেখে মনে হয়েছিল সেই ম্যাজিকটা যেন আবার এত বছর পর দেখতে পেলাম! আর ভীষণ মজার মানুষ কিন্তু। ওঁকে দেখলে গম্ভীর লাগে এবং খানিকটা তাই-ও। কিন্তু একবার কাউকে মনে ধরে গেলে তখন উনি সাংঘাতিক মিশুকে! মজার কথা বলেন। এই তো আমার সঙ্গে একদিন শুটিং করার পরেই কাছে ডেকে বসলেন। এদিক ওদিকে ঘুরছিলাম, হাত নেড়ে ডেকে বলে বসলেন এদিক ওদিক কোথায় ঘুরছো? ‘এস আমার পাশে বস, আড্ডা মারি!’ আর ওঁর মতো বড় মাপের মানুষেরা বেশি সমালোচনা করেন না, প্রশংসাই করেন। সমালোচনা যেটুকু করেন সবই গঠনমূলক। এই যেমন একটা ঠিকঠাক হিন্দি ছবি তৈরি করতে ৮-১০ কোটির বেশি টাকা লাগা প্রয়োজন নেই। বাকি সব অনর্থক...এমন আর কী। আরও একটা কথা বলি, আমাকে একবার টেক্সট করেছিলেন পরেশজি। জানিয়েছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের 'অসুখ' ছবিটি দেখতে চান। কেন? না, একটি চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবেন বলে নিজের অভিনয়ে সৌমিত্রবাবুর ওই অভিনয়ের কিছু ব্যাপার যোগ করবেন। তা পাঠিয়েছিলাম। খুব খুশি হয়েছিলেন।”
অন্যদিকে আজকাল ডট ইন -এর সঙ্গে কথা বলাকালীন দ্য স্টোরিটেলার এর প্রসঙ্গে রোহিত মুখোপাধ্যায়ের অভিনয়ের তারিফ করেছেন পরেশ রাওয়াল। বলেন, “রোহিত দাদা খুব জবরদস্ত অভিনেতা। মানুষ হিসাবেও সাচ্চা। শুটিংয়ে দারুণ গল্প-আড্ডা হয়েছিল আমাদের। ওঁর সঙ্গে কাজ করে খুব আরাম পেয়েছি। আমার তরফে ওঁর জন্য শুভেচ্ছা রইল, জানাবেন।”
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?